মহাসড়কে ৭ দিন বন্ধ মোটরসাইকেল
সাদাকালো নিউজ
ঈদুল আযহা উপলক্ষে সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে এবং দুর্ঘটনা কমাতে সরকার ঈদের আগে পরে মিলে ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো নিয়মিত বাইকার। এর জন্য মোটরসাইকেল চালকরা দোষারোপ করছেন বাস মালিকদের। তবে বাস মালিকরা বলছেন, সরকার তাদের সঙ্গে কথা বলেনি। গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, হুট করে নেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। সরকার আগে থেকে সবাইকে এ বিষয়ে জানাতে পারত।
দেশের অধিকাংশ মোটরসাইকেল চালকই পরিবহন দুর্ভোগ থেকে রেহাই পেতে ব্যক্তিগত এই যানটি ব্যবহার করেন। কিন্তু এবার ঈদে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে রাইড শেয়ার করেন না এমন সত্যিকারের মোটরসাইকেল চালকদেরও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে
যারা নিয়মিত ঢাকা থেকে বাড়ি যাতায়াতে ব্যক্তিগত বাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের অধিকাংশ মোটরসাইকেল চালকই পরিবহন দুর্ভোগ থেকে রেহাই পেতে ব্যক্তিগত এই যানটি ব্যবহার করেন। কিন্তু এবার ঈদে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে রাইড শেয়ার করেন না এমন সত্যিকারের মোটরসাইকেল চালকদেরও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।