মঞ্চেই খুলল পোশাক, দৌড়ে বাঁচলেন গায়িকা
নাফিজা আক্তার
নতুন বছর বরণ করতে আনন্দে ডুবেছে গোটা বিশ্ব। এই আনন্দে মহামারি কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে ঠিকই। কিন্তু এর পরেও যে যেখানে যেভাবে পেরেছেন নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। তবে নতুন বছরের শুরুতেই পোশাক বিভ্রাটের মুখে পড়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইলি সাইরাস।
বর্ষবরণের একটি অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন মাইলি সাইরাস। গান গাইতে গাইতে হঠাৎ করে কয়েক হাজার দর্শকের সামনে তার শরীরের ওপরের অংশের পোশাক খুলে যায়। কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে নেন মাইলি।
নববর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানে পারফর্ম করছিলেন মাইলি তার নাম ছিলো ‘মাইলি নিউ ইয়ার ইভ পার্টি’। রূপালি চকচকে পোশাক পড়ে মঞ্চে উঠেছিলেন তিনি। তার গানে বুঁদ হয়েছিলো কয়েক হাজার শ্রোতা। হঠাৎ করেই গায়িকার উপরের টপ খুলে যায়। পরে এক হাতে কোন রকমে টপটি চেপে ধরেন মাইলি। গান বন্ধ না করেই কয়েক সেকেন্ড পরে, মাইলি আবার মঞ্চে ফিরে আসেন। এবার তাকে দেখা যায় লাল রঙের ব্লেজারে। এই লুকেও মঞ্চে আকর্ষণীয় দেখাচ্ছিল মাইলিকে।
মাইলির বেকায়দায় পড়ার এই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। আবার পূর্ণ আত্মবিশ্বাস ও সাহসিকতার সঙ্গে যেভাবে অনুষ্ঠান এগিয়ে নিয়ে গেছেন মাইলি তাতে প্রশংসিতও হয়েছেন। দর্শকদের কোনোভাবেই বুঝতে দেননি যে তার পোশাক মঞ্চে খুলে গিয়েছিলো।