মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি, থানায় জিডি
সাদাকালো নিউজ
১৪ এপ্রিল রাজধানীতে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে একটি উড়ো চিরকুট দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়ালে মঙ্গলবার রাতে একটি কাগজের টুকরায় শোভাযাত্রাকে শিরক উল্লেখ করে এ হুমকি দেয়া হয়। কে বা কারা এই কাগজ এখানে রেখেছে সেটি স্পষ্ট নয়।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আবতাহী রহমান নামে এক শিক্ষার্থী। যার নম্বর ১৫২৭। আবতাহী রহমান মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে গঠিত অর্থ ও নিরাপত্তা কমিটির সদস্য।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, উড়ো চিরকুটের ঘটনায় জিডি হয়েছে। শোভাযাত্রাকে শিরক উল্লেখ করে এটি না করার জন্য চিরকুটে হুমকি দেয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।
জিডিতে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে চারুকলা অনুষদ পশ্চিম পার্শ্বের দেয়ালে রঙের কাজে তদারকিকালে একটি প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজে একটি পঞ্চাশ টাকার নোট পাই। ওই কাগজে লেখা দেখতে পাই ‘শোভাযাত্রা কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করোনো তোমাদের। হামলা হতে পারে এনিটাইম। ওইদিনের দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের।’
আশির দশকে শুরু হওয়া মঙ্গল শেভাযাত্রা নিয়ে দেশের ইসলামপন্থি মানুষদের মধ্যে ব্যাপক আপত্তি রয়েছে। এ শোভাযাত্রা বন্ধে তারা বারবারই আহ্বান জানান। তাদের ভাষ্য, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে তাদের আপত্তি নেই। আপত্তি মঙ্গল শোভাযাত্রা নিয়ে।
চলতি সপ্তাহের শুরুতে মঙ্গল শোভাযাত্রা বন্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। রেজিস্ট্রি ডাকযোগে সংস্কৃতি সচিব, ধর্ম সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন বরাবর এ নোটিশ পাঠানো হয়।
উল্লেখ্য, জাতিসংঘের অঙ্গসংস্থা ‘ইউনেস্কো’ বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনক্রমে ২০১৬ সালের ৩০শে নভেম্বর ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।