ভোট ছাড়াই সংসদের মেয়াদ ৫ বছর বাড়ানোর প্রস্তাব!
সাদাকালো নিউজ
অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। ভোট ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন এই শিক্ষক। কারণ হিসেবে তুলে ধরেছেন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি করোনাকে।
২২ মে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা মানববন্ধনে দেয়া বক্তব্যে ওই প্রস্তাব দেন জামাল উদ্দিন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার সামনে এই কর্মসূচি পালন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিরতরে সরিয়ে দেয়ার হুমকির প্রতিবাদে। তার সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত জামাল উদ্দীন। ছাত্রজীবনে ঢাবির কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হন। শিক্ষক হওয়ার পর আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দলে’ সক্রিয় হন তিনি।
গেল বছর নীল দলের প্যানেল থেকে ঢাবির সিনেট শিক্ষক প্রতিনিধি হিসিবে নির্বাচিত হন জামাল উদ্দিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালকের দায়িত্বে আছেন আওয়ামীপন্থী এই শিক্ষক। পাশাপাশি ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের একটি সংগঠনের একাংশের সভাপতি ও মুখপাত্রের দায়িত্বেও আছেন তিনি।
শিক্ষক সমিতির মানববন্ধনে জামাল উদ্দীন জানান, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের পর কী ধরনের মহাদুর্যোগের ভেতর দিয়ে দেশ চলেছে, তা কেউ অস্বীকার করতে পারবে না। যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু তিনি মনে করেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণ নেই। দরকারও নেই।
জামাল উদ্দিন আরও জানান, করোনা দুর্যোগের কারণে দুই বছর জাতীয় সংসদ ঠিকমতো কাজ করতে পারেনি। ওই সময় সরকার, জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কেউই ঠিকমতো কাজ করতে পারেনি। দেশও সঠিকভাবে পরিচালিত হয়নি। তাই সংসদ ও সরকারের মেয়াদ পাঁচ বছর বাড়ানো প্রয়োজন। তবে কোনো কারণে পাঁচ বছর সম্ভব না হলে কমপক্ষে দুই বছর বাড়ানো যেতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অধ্যাপকরা জানান, বঙ্গবন্ধুকন্যাকে বারবার দুনিয়া থেকে সরিয়ে দেয়ার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা তাকে নিজ হাতে বাঁচিয়ে রেখেছেন। বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেবেন তারা। এছাড়া যে ব্যক্তি প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন, তাকে দ্রুত বিচারের আওেতায় আনার দাবি জানান তারা।