ভেনেজুয়েলায় স্বর্ণখনিতে ১২ জনের মৃত্যু
সাদাকালো নিউজ
দক্ষিণ-পূর্ব ভেনিজুয়েলার একটি পরিত্যক্ত সোনার খনিতে শ্বাসকষ্টের কারণে ১২ জনের মৃত্যু হয়েছে।
ওই মৃত্যুর খবর শনিবার নিশ্চিত করেছেন স্থানীয় এক কর্মকর্তা।
এল ক্যালাও শহরের নিরাপত্তা সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস টেলিফোন সাক্ষাত্কারে বলেছেন, ‘আজ আমাদের ১২ জন মারা গেছে। তারা একটি খনিতে প্রবেশ করেছিল যেটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ছিল।’
কোলিনা আরও বলেছেন, ‘খনিটি অবৈধ ঘোষণা করায় এর অক্সিজেন সরবরাহ বন্ধ করা হয়েছিল। এর পর গত বুধবার বৃষ্টির কারণে খনিটি প্লাবিত হয়। যে কারণে শ্বাসকষ্টে ওই ১২ জনের মৃত্যু হয়েছে।’
মৃত ১২ জনের মধ্যে শুক্রবার পাঁচজনের এবং শনিবার সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
কোলিনা বলেন, ‘এখনো মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি।’
২০২১ সালে একই সোনার খনিতে খাদ ধসে একজনের মৃত্যু হয়েছিল এবং বাকি ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
দক্ষিণ ভেনিজুয়েলা অবৈধ খনির কার্যকলাপে পূর্ণ এবং সেখানে খনি দুর্ঘটনাকে সাধারণ দুর্ঘটনা হিসাবেই দেখা হয়।