ভুয়া পেইজ খুলে আসল পণ্যের ছবি দিয়ে নকল পণ্য বিক্রি
সাদাকালো নিউজ
অনেক পরিশ্রম ও দীর্ঘ সাধনার পর বিশেষ ‘হেয়ার ওয়েল’ উৎপাদন করেন ঝিনাইদহের তানিয়া আফরিন। এর পর বিক্রি শুরু করেছিলেন অনলাইনে।
‘তাসা অ্যান্ড তোহা হেয়ার ওয়েল’ নামে বিএসটিআইয়ের অনুমোদন ও ট্রেড লাইসেন্স নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছিলেন তানিয়া ।
কিন্তু তার এই পণ্যের বোতল ও মোড়ক নকল করে প্রতারণা শুরু করে একটি চক্র। অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহৃত তার পণ্যের বিভিন্ন ভিডিও ব্যবহার করে নকল পণ্য বিক্রি করে আসছে একটি চক্র। এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন উদ্যোক্তা তানিয়া।
তানিয়ার এ অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ মার্চ র্যাব-২ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। আর এই ঘটনার সাথে আরও কয়েকজন পলাতক রয়েছে।
ঘটনার সাথে জড়িত অনেকেই ধরা ছোয়ার বাইরে রয়েছে। তারা এখনও তাদের নকল পণ্য বাজারে সরবরাহ করছে বলে দাবি তানিয়ার।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
তানিয়া বলেন, ‘ওরা নকল পণ্য কাস্টমারদের কাছে দিচ্ছে, ডেলিভারি স্লিপে আমার নাম্বার ব্যবহার করছে। ক্রেতারা ফোন করে বলছে, আপনার পোস্ট, লাইভ দেখে আমরা পণ্য কিনেছি। কিন্তু হেয়ার ওয়েল ব্যবহার করে সুফল পাচ্ছি না। উল্টো ক্ষতি হচ্ছে।’
এমন সমস্যা ও বিড়ম্বনার দ্রুত সমাধান দাবি করেন তিনি। একই সঙ্গে সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তানিয়া।