ভুল উচ্চারণে ইংরেজি মুখ খুললেন অনন্ত জলিল!
সাদাকালো নিউজ
ঈদকে ঘিরে দেশের টিভি চ্যানেলগুলোতে বসে অনুষ্ঠানের পসরা। তাতে সেলিব্রেটিদের সমাগম চোখে পড়ার মতো। এসব অনুষ্ঠানে তারকারা প্রকাশ করেন তাদের ব্যক্তিগত জীবনের নানান ফিরিস্তি। এবারের ঈদে তেমনি একটি অনুষ্ঠানে দেখা গেছে আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলকে। সেখানে নানান প্রশ্নের উত্তর দেন তিনি। একিসঙ্গে নিজের ভুল ইংরেজি উচ্চারণের সাফাইও গেয়েছেন তিনি।
দেশের বেসরকারি চ্যানেলের এক অনুষ্ঠানে অনন্ত জলিলকে প্রশ্ন করা হয়, ইংরেজি বলা নিয়ে অনেকেই তাকে নিয়ে ট্রল করে, বিষয়টি কেন? জবাবে চিত্রনায়ক বলেন, এখন সম্ভবত এই বিষয়টি নেই, প্রথম দিকে ছিলো। কারণ তিনি ১৯৯৬ সাল থেকে ২০০০ পর্যন্ত ম্যানচেস্টারে বিবিএ করেছেন। পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনে। ১৯৯৬ সাল থেকে তার কোম্পানি ইংল্যাণ্ডের সাথে ব্যবসা করে। তার কথা বলার যে স্টাইল ছিলো তা এখনকার যুগে এসে মিলে গেছে।
অনন্ত আরও জানান, তিনি যেভাবে ইংরেজি বলতেন সেটা ঠিকভাবে কেউ বুঝতে পারতো না। এমনকি তার বন্ধুরাও খোঁচা দিতো। তবে ইন্টারনেটের যুগে এসে সব ঠিক হয়ে গেছে।
সম্প্রতি নানান ঘটনা নিয়ে সমালোচিত হচ্ছেন অনন্ত জলিল। রোজা রেখে ভুল করে কেক খেয়ে হয়েছেন ট্রলের শিকার। সেই ভিডিও ছড়িয়ে পরে নেটপাড়ায়। এছাড়াও ঈদে মুক্তি পাওয়া ‘কিল হিম’ সিনেমার শো দেখাতে লোক ভাড়া করে আনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অবশ্য এমন অভিযোগ এবারি প্রথম নয়, গত কুরবানি ঈদেও তার ‘দিন দ্যা ডে’ সিনেমার শো তে লোক ভাড়া করে সিনেমা হলে ভিড় বাড়ানোর অভিযোগ উঠেছিলো।
ক’দিন আগে ‘কিল হিম’ সিনেমার প্রচারণার জন্য সাংবাদিকদের স্টার সিনেপ্লেক্সে আমন্ত্রণ জানান অনন্ত জলিল। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন চিত্রনায়ক। সে সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাও। এদিনও ঘটে একটি অপ্রীতিকর ঘটনা। অনন্ত জলিলের বেশ কয়েকজন ভক্ত সাংবাদিকদের হেনস্তা করেন বলে অভিযোগ উঠে।
সিনেমার নায়ক ছাড়াও একাধারে পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। জন্ম এবং বেড়ে উঠা মুন্সিগঞ্জ জেলায়। ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। এর আগে অবশ্য গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে চলচিত্র ব্যবসায় নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে বিনিয়োগ করেন অনন্ত।
অভিনয় ও ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও জড়িত অনন্ত জলিল। এর অংশ হিসেবে তিনি তিনটি এতিমখানা নির্মাণ করেছেন। এছাড়া সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজও শুরু করেছেন।
অন্যদিকে আনন্ত জলিল এর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তার জন্ম সিরাজগঞ্জে। শোবিজে ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁরও। পরে হৃদয় ভাঙ্গা ঢেউ, মোস্ট ওয়েলকাম এর মত বিগ বাজেটের সিনেমায় দেখা যায় তাকে।