ভিসা-পাসপোর্ট ছাড়াই বিমানে শিশু, ১০ জন প্রত্যাহার
সাদাকালো নিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৪ স্তরের নিরাপত্তা ডিঙিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই শিশু প্রবেশের ঘটনায় ১০ জনকে প্রত্যাহার করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকের এসব কথা জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মফিদুর রহমান।
এর আগে ১১ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনেটে কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ফ্লাইটে উঠে পড়ে বারো বছরের এক শিশু। প্লেনের করিডোরে চলাফেরা করতে থাকা শিশুটিকে দেখে সন্দেহ হয় কেবিন ক্রুদের। পরে পাসপোর্ট, কিংবা টিকিট না পাওয়ায় তাকে নামিয়ে আনা হয় উড়োজাহাজ থেকে। উড়োজাহাজটিতে ৩৩০ জন যাত্রী ছিলেন।
এদিকে ১২ সেপ্টেম্বর দুপুরে বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার (ডিএসও) খুরশিদা খাতুন এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর শিশুটির অভিভাবকদের জিম্মায় দেয়া হয়।