ভালো নেই পরীমণি!
সাদাকালো নিউজ
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনেতা শরীফুল রাজকে বিয়ের পর অনেকটা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে কাটছে তাঁদের সংসার। গেল বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। ছেলের জন্মের পরপরি স্বামীর বিরুদ্ধে বিয়ের বাইরে সম্পর্কের অভিযোগ তুলেন নায়িকা। পরে অবশ্য দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়।
কদিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন পরী। শুরুতে ভেবেছিলেন, এমনিতেই সেরে যাবে। কিন্তু তা আর হয়নি। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
দেশের একটি গণমাধ্যমকে নায়িকা জানান, ১০৩ ডিগ্রি জ্বর। শরীর অতিরিক্ত খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। এখনো হাসপাতালেই আছেন। সঙ্গে আছে সন্তান রাজ্যও।
সম্প্রতি সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন পরী। লিখেন, ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য তার ক্যানুলা খুলে দেয়া হয়। এরপর বাটারফ্লাই দিয়ে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। সেখানে ব্যান্ডেজও রাখতে দিচ্ছে না রাজ্য। চিকিৎসক রুমে ঢোকার সাথে সাথে রাজ্য তার গলা শক্ত করে জড়িয়ে ধরছে। ছেলের সামনে থার্মোমিটার পর্যন্ত বের করতে পারছে না কেউ।
হাসপাতালে থাকা পরীমণি তাঁর ফেসবুক পোস্টে এ–ও লিখেন, মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর। ২০২১ সালের ১৭ই অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি-রাজ। খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একি দিন আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা।
পরীমণির ছেলে রাজ্যে ১০ মাসে পা দিয়েছে। সন্তানসম্ভবা হওয়ার পর থেকে কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন নায়িকা। তবে ফেসবুকে সক্রিয় থাকেন তিনি। ভক্তদের জন্য ছেলের ছবি আর ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্ত তুলে ধরেন।
এদিকে মা দিবস উপলক্ষে ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে পরীমণি অভিনীত ছবি ‘মা’। ১৯৭১ সালে প্রাণ যাওয়া ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে এখানে। জানা গেছে, ছবিটি এবারের ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম শাখায় প্রিমিয়ার হবে।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। কান উৎসবের বাণিজ্যিক এ শাখায় সারা বিশ্ব থেকে অনেক সিনেমার পাশাপাশি প্রযোজক ও পরিবেশকেরা অংশ নেন। আন্তর্জাতিক বাজারে সিনেমাকে আগ্রহী করে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম এই বাণিজ্যিক শাখা। ১৬ মে শুরু হওয়া ৭৬ কান চলচ্চিত্র উৎসব ২৭ মে পর্যন্ত চলবে।