ভালোবাসার জন্য একটা দিন কেন প্রয়োজন?
সাদাকালো নিউজ
ভালোবাসা দিবস। ভালোবাসার জন্য একটা দিন কেন প্রয়োজন? ভালোবাসার জন্য কোন নির্দিষ্ট দিন কি থাকতে হয়? উত্তর ‘না’। তবে, বিশেষভাবে একটা দিন পালন করতেও ক্ষতি নেই। তাইতো ফেব্রুয়ারির একটি দিনকে বিশ্বব্যাপী পালিত হয় ভালোবাসা দিবস হিসেবে। ১৪ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিতে বাবা-মা, ভাই-বোন, সন্তান, বন্ধু-বান্ধব সবার প্রতিই ভালবাসা প্রকাশ করা হয়; তবু এর ভিন্নমাত্রা দেখা যায় প্রেমিক-প্রেমিকার মাঝে। এ দিনে তারা একে অন্যের প্রতি ভালবাসা প্রকাশ করেন ভিন্ন মাত্রায়।
২৭০ খ্রিষ্টাব্দের কথা। তখন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস নারী-পুরুষের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার ধারণা ছিল, বিয়ের বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হয়। সে সময় রোমের খ্রিষ্টান গির্জার পুরোহিত ‘ভ্যালেন্টাইন’ রাজার নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী-পুরুষের বিয়ে দেয়ার কাজ সম্পন্ন করতেন।
এ ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর তাকে রাজার কাছে ধরে নিয়ে আসা হয়। ভ্যালেন্টাইন রাজাকে জানান, খিষ্টধর্মে বিশ্বাসের কারণে তিনি কাউকে বিয়ে করতে নিষেধ করতে পারেন না। রাজা তখন তাকে কারাগারে নিক্ষেপ করেন। হাজতে থাকা অবস্থায় রাজা তাকে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে ফিরে আসার প্রস্তাব দেন এবং বিনিময়ে তাকে ক্ষমা করে দেয়ার কথা বলেন। কিন্তু ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকৃত জানান।
তখন রাজা তাকে সর্বোচ্চ শাস্তির নির্দেশ দেন। এরপর ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের শাস্তি কার্যকর করা হয়। পরে রোমান সাম্রাজ্যে খ্রিষ্টধর্মের প্রাধান্য সৃষ্টি হলে গির্জা ভ্যালেন্টাইনকে সেন্ট হিসেবে ঘোষণা করে। ৩৫০ সালে রোমের যে স্থানে ভ্যালেন্টাইনকে শেষ করা হয় সেখানেই তার স্মরণে একটি গির্জা নির্মাণ করা হয়।
এরপর ৪৯৬ খ্রিষ্টাব্দে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লসিয়াস ১৪ ফেব্রুয়ারিকে ‘সেন্ট ভ্যালেন্টাইন ডে’ হিসেবে ঘোষণা করেন। প্রচলিত এই কাহিনী কতটুকু সঠিক, সেটার সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।