ভারত সীমান্তে থাকা শহিদদের কবর দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাদাকালো নিউজ
বর্ডারের ওপারে দাফন হওয়া শহিদদের কবর দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও লোকায়ন জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন শেষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করেছে। তখন শহিদ স্বজনদের লাশ নিজ এলাকায় দাফনের সাহস পেত না স্থানীয়রা। বর্ডার নিকটস্থ এলাকার মানুষ ভারত সীমন্তে অনেক শহিদ স্বজনদের লাশ দাফন করেছেন। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়ে এ দেশের অনেক শহিদের কবর রয়েছে। সেসময় ভারতীয়রা আমাদের অনেক সহায়তা করেছে। এই কবরগুলো চিহ্নিত করে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সীমান্তে থাকা কবরগুলো ফিরিয়ে আমাদের দেশে আনতে তিনি আমাকে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বলেছেন, দেশের জন্যে প্রাণ দেয়া প্রতিটি শহিদের কবর বাংলাদেশেই থাকবে। এ বিষয়ে আমরা কাজ করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করায় এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় সাবেক রেল মন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি। জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় সাবের রেল মন্ত্রী সুরঞ্জিত সেনের এপিএসের বাড়িতে নাকি জঙ্গীরা কয়েকদিন লুকিয়ে ছিল- এমন একটি খবর রয়েছে। পুলিশ তাকে (এপিএস) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।