ভারতে বাড়ছে করোনা, হাসপাতালগুলোতে প্রস্তুতি
সাদাকালো নিউজ
ভারতে আবার বাড়ছে করোনাভাইরাস। রোববার দেশটিতে নতুন করে প্রায় ছয় হাজার ব্যক্তির করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার প্রায় ছয় হাজার ব্যক্তির করোনা শনাক্ত হলেও ভারতে বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি। বিশাল জনসংখ্যার দেশ ভারতে সংখ্যাটি তুলনামূলক কম বলা চলে। তবে ভাইরাসটির সংক্রমণ আরও বাড়তির দিকে যাওয়া রুখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের এমন সতর্কবার্তার অবশ্য কারণ আছে। ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। ভাইরাসটির সংক্রমণে সেবার মারাত্মক পরিস্থিত দেখা দিয়েছিল দেশটিতে।
অনেক হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল। সংকটাপন্ন রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল তাদের। এতে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ভারত সরকার।
এবার রোগীরা বেশি আক্রান্ত হচ্ছেন করোনার অমিক্রন ধরনের এক্সবিবি.১.১৬ উপধরনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তারা এই উপধরন ও ভারতে উপধরনটির ছড়িয়ে পড়ার ওপর নজর রাখছে। আর অনেক বিশেষজ্ঞের অভিমত, উপধরনটি প্রাণঘাতী নয় বলে জানা গেছে।