ভারতে তৈরি কাশির সিরাপ ‘বিষাক্ত’ ডব্লিউএইচওর সতর্কতা
সাদাকালো নিউজ
ভারতে তৈরি কাশির জন্যে প্যারাসিটামল সিরাপ ‘কোল্ড আউট’ ইরাকে বিক্রির বিরুদ্ধে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও (WHO)।
ভারতের ডাবিলাইফ ফার্মার ফৌরটস (ইন্ডিয়া) ল্যাবরেটরিজে তৈরি এই সিরাপ ইরাকে বিক্রি হচ্ছে। সিরাপটি নিম্নমানের এবং এটি ব্যবহার অনিরাপদ। বিশেষ করে শিশুদের মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডাব্লুএইচও জানায়, সিরাপটির ‘বিষাক্ত’ হিসাবে তালিকাভুক্ত। এটি সেবনে পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, প্রস্রাব করতে অক্ষমতা, মাথাব্যথাসহ পরিবর্তিত মানসিক অবস্থা এবং তীব্র কিডনির সমস্যা হতে পারে। এর ফলে বিশেষ করে শিশুদের মৃত্যুও হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডাইথাইলিন ও ইথিলিন গ্লাইকলের মতো উপাদান ওই ওষুধে ব্যবহৃত হয়েছে যা সহনীয় মাত্রার অনেক বেশি পরিমাণে রয়েছে। দু’টিরই সহনীয় মাত্রা যেখানে ০.১০ শতাংশ, সেখানে তা যথাক্রমে ০.২৫ ও ২.১ শতাংশ হিসেবে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সিরাপটির নির্মাতা ও বিপণনকারীরা এর গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে কোনও গ্যারান্টিও দিতে পারেনি।
ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, পণ্যগুলি এখন বাজার থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে।
এর আগে ভারতে তৈরি কাশির সিরাপ সেবনে গাম্বিয়ায় ৭০, উজবেকিস্তানে ১৮ ও ক্যামেরুনে ৬ জন শিশুর মৃত্যু হয়। সব মিলিয়ে এই নিয়ে ভারতে তৈরি ৫টি ‘বিষাক্ত’ কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করা হল।