ভারতের গম রপ্তানিতে আমিরাতের নিষেধাজ্ঞা
সাদকালো নিউজ
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শস্য উৎপাদনকারক দেশ ভারতে উৎপাদিত গম ও গমের আটা রপ্তানি চার মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম বুধবার খবরটি নিশ্চিত করেছে।
বৈশ্বিক বাণিজ্য প্রবাহে ব্যাঘাতের কারণে গম রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। তবে আমিরাতের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য গম রপ্তানিতে ভারতের অনুমোদন রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ১৪ মে আশ্চর্যজনক পদক্ষেপে গম রপ্তানি নিষিদ্ধ করেছিল ভারত। তখন এক বিবৃতিতে ভারতের পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ীরা কেবল সরকারি অনুমোদন নিয়ে নতুন রপ্তানি চুক্তি করতে পারবে। এর পরেও ৪ লাখ ৬৯ হাজার ২০২ টন গম রপ্তানি করেছে দেশটি।
সরকারি নির্দেশে বলা হয়েছিল, রপ্তানির জন্য যেসব দেশের ঋণপত্র ইস্যু হয়েছে এবং যেসব দেশ খাদ্যনিরাপত্তার জন্য রপ্তানির অনুরোধ জানিয়েছে শুধু সেসব দেশেই গম রপ্তানির অনুমোদন দেওয়া হবে।
বিশ্বজুড়ে ব্যাপক দাম বৃদ্ধির কারণে দেশটির কিছু কৃষক সরকারের কাছে গম বিক্রি বন্ধ করে ব্যবসায়ীদের কাছে এই খাদ্যশস্য বিক্রি করছে। ফলে দুর্ভিক্ষ এড়াতে ও মহামারিতে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারদের সহায়তা করতে ২ কোটি টন গম মজুদ করা নিয়ে চিন্তিত ভারত সরকার।