ভারতের কালো তালিকায় ৬ বাংলাদেশি ধর্মীয় বক্তা
আমিরুল ইসলাম
বাংলাদেশের ৬ জন ধর্মীয় বক্তা ও এক সংগীতশিল্পীকে কালো তালিকাভুক্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওই ৭ বাংলাদেশি ভারতীয় ভিসার অপব্যবহার করেছে। এমনকি দেশটিতে গিয়ে ভারত বিরোধী বক্তব্য দিয়ে স্থানীয়দের উসকেও দিয়েছেন তাঁরা।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন- জালাল উদ্দীন ওসমানী, মুফতি হোসাইন আহমাদ, আবু তাহের, মোহাম্মদ জাকারিয়া, খাজা বদরুদ্দোজা হায়দার, হয়রত মৌলানা মুফতি এবং সংগীতশিল্পী মুনিয়া মুন।
জানা গেছে, অভিযুক্তরা বেশ কয়েকবার মেডিকেল ও ট্যুরিস্ট ভিসায় ভারতের আসামে যান। সেখানে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে নানা ধরনের ভারত বিরোধী বক্তৃতা দেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের কর্মকাণ্ড কেন্দ্রীয় সরকারের নজরে আনে আসাম সরকার।
পুলিশের সূত্র দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, ভিসা নীতি অনুসারে ট্যুরিস্ট ভিসায় কেউ ভারতে গেলে তাঁরা কোনোভাবেই ধর্মীয়, রাজনৈতিক ও ব্যবসায়িক কাজে অংশগ্রহণ করতে পারবেন না। এসব কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য বহুমুখী ভিসা প্রয়োজন হয়। কিন্তু ওই বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসায় আসামসহ ভারতের বিভিন্নস্থানে গিয়ে ক্ষতিকর বিষয় প্রচার করেছে। এজন্য তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।