‘বড় ম্যাচে উধাও হন মেসি’
সাদাকালো নিউজ
যেদিন বার্সা ছেড়ে প্যারিসে পা রাখলেন মেসি; সেদিনই পিএসজির সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছিলেন জেরোম রোথেন। যদিও সে সময় এর জন্য সাবেক পিএসজি তারকাকে বেশ তোপের মুখেই পড়তে হয়েছিল। তবে দমে যাননি তিনি। বায়ার্নের বিপক্ষে হেরে বিদায়ের পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছেন। বলেন, পিএসজির গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠ থেকে গায়েব হয়ে যান মেসি!
ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিছিয়ে পড়লেও মেসিকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন পিএসজির সমর্থকরা। সেই স্বপ্ন মাটিতে লুটিয়ে পড়ে মিউনিখের ডেরায়। ত্রাতা হতে দলকে টেনে তুলতে পারেননি সদ্যবিশ্বকাপজয়ী এই তারকা। উল্টো বাকিদের মতো তিনিও মাঠ ছেড়েছেন মাথা নিচু করে। আর সবার থেকে তাই ক্ষোভটা রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ওপরই বেশি।
সেই সুযোগটাই নিয়েছেন রোথেন, মেসি, আমরা এটা চাইনি। তুমি ১৮ গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেছ অঁজের এবং ক্লেরমঁর বিপক্ষে। কিন্তু যেসব ম্যাচে তোমাকে প্রয়োজন, সেখানে তুমি উধাও হয়ে যাও। আমরা তোমাকে বিশ্বকাপে দেখেছি। গতিবিধি এবং কীভাবে নিজেকে যুক্ত করো, তা দেখেছি। যদিও জাতীয় দলের জার্সি আলাদা ব্যাপার। ক্লাবকে একটু হলেও সম্মান করো, যে কিনা তোমাকে মান এবং বেতন দিচ্ছে। পিএসজিও তার পায়ের কাছে সবকিছু নিবেদন করেছে। তারা ভেবেছিল, মেসি আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাবে। কিন্তু সে আমাদের কিছুই জেতাতে পারেনি।