বড় বাজেটের যেসব ছবি হাতছাড়া করেন সুশান্ত!
রাকিবুল ইসলাম
বলিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত, ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দর্শকের হৃদয় ছুঁয়ে গেছেন খুব অল্প সময়েই। ‘এম এস ধোনি’ সিনেমা দিয়ে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন এই অভিনেতা। তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, ছিলেন মানুষের ভালোবাসার স্থানে।
২০২০ সালের ১৪ জুন নিজ বাসা থেকে এই অভিনেতার দেহ উদ্ধার করা হয়। তার চলে যাওয়ার পর থেকেই একে একে উঠে আসতে থাকে নায়কের ব্যক্তিগত জীবনের নানান গল্প। সম্প্রতি এ রকম একটি গল্পই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে।
২০১৩ সালে ‘কাইপোছে’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন সুশান্ত। এরপর ‘এম এস ধোনি’ ‘সোনচিড়িয়া’ ‘ছিছোরের’ মতো একাধিক ছবি দিয়ে দর্শকদের যেমন মন জয় করে নিয়েছিলেন তেমনি নিজের কাজ দিয়ে পরিচয় দিয়েছিলেন নিজের যোগ্যতারও।
সে সময় বেশকিছু বড় বাজেটের ছবিতে কাজের প্রস্তাবও পেয়েছিলেন সুশান্ত। কিন্তু নানা কারণে সেই সব ছবিগুলোতে দেখা যায়নি সুশান্ত সিং রাজপুতকে। ‘রামলীলা’ ‘হাফ গার্লফ্রেন্ড’ ‘রোমিও আকবর ওয়াল্টার’ ‘ফিতুর’ ‘মেন্টর’ ‘সারে জাহা সে অচ্ছা’ ‘বেফিকরে’ বলিউডের এই সব বড় বাজেটের ছবিগুলোতে সময়ের অভাবে কাজ করা হয়নি সুশান্তের।
নানা ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নিতেন সুশান্ত। ভালোবাসতেন নতুন ধরনের কাজ করতে। কিন্তু ২০২০ সালের ১৪ জুন আচমকাই থমকে যায় তাঁর পথ চলা। বন্ধ হয়ে যায়, ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাক, শ্যুটিং ফ্লোরের ব্যস্ততা। এ সব কিছু থেকে বহু দূরে চলে যান সুশান্ত। তিনি থাকলে আর কী কী ছবি উপহার পেত বলিউড? এই প্রশ্ন এখনও ভাবায় অনেককেই
প্রসঙ্গত, গেলো শুক্রবার ছিলো সুশান্তের জন্মদিন। বিশেষ এ দিনটিতে সুশান্তকে স্মরণ করেছেন সাবেক প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রেমিকার জন্মদিনে রিয়াও অভিনেতার জন্য সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যা নিয়েও অনেক শোরগোল পড়ে যায় নেটিজনদের মধ্যে।