ব্রাজিলের ক্লাব সাও পাওলোর সঙ্গে চুক্তি করলেন মেসি!
সাদাকালো নিউজ
চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। পিএসজি তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলেও বিশ্বজয়ী তারকা তা চাইছেন না বলেই গুঞ্জন উঠেছে। তাই মেসি ফরাসি ক্লাব ছাড়ছেন ধরে নিয়ে গণমাধ্যমগুলো সরব সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পরবর্তী গন্তব্য কোথায় হতে যাচ্ছে?
এদিকে গতসপ্তাহে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল বিশ্বকাপজয়ী এ তারকা নাকি সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন। যদিও পরবর্তীতে মেসির বাবা ও মেসির এজেন্ট জর্জ মেসি বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দেন।
এরই মধ্যে এক চমকপ্রদ খবর প্রদান করেছে আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান গণমাধ্যম। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস ও ব্রাজিলের গ্লোবো জানাচ্ছে লিওনেল মেসি ব্রাজিলের বিখ্যাত ক্লাব সাও পাওলোতে যোগ দিয়েছেন! ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষরও করেছেন তিনি।
খবরটি মিথ্যা নয়, সত্য। তবে এ মেসি বিশ্বকাপজয়ী মেসি নন। তিনি হলেন ৯ বছর বয়সী একজন বালক। যার নামও লিওনেল মেসি। কাকতালীয়ভাবে এই মেসির বাবার নামও জর্জ মেসি।
ব্রাজিলিয়ান এক প্রকাশনা বোলাভিআইপি-এর রিপোর্ট অনুযায়ী, পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলেন মেসি। তার স্বপ্ন, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলা। তবে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো তাকে প্রস্তাব দেয়ামাত্রই ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন এ বালক।
এখন ব্রাজিলিয়ান ক্লাবটিতে নিজের ফুটবল ক্যারিয়ার শুরুর অপেক্ষায় মেসি। সাও পাওলোতে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই বালক। ব্রাজিলিয়ান প্রকাশনা বোলাভিআইপি-কে মেসি বলেন, আমি সবসময় পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখেছি এবং এখন আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আমাকে এই সুযোগ দেয়ার জন্য আমি সাও পাওলো এফসি-র কাছে কৃতজ্ঞ। আমি এটির সর্বোচ্চ ব্যবহার করার জন্য কঠোর পরিশ্রম করব।
সাও পাওলোতে যোগ দেয়ায় বাবা জর্জ মেসিও বেশ খুশি। তিনি বলেন, আমি আমার ছেলের জন্য খুব গর্বিত। সে এ অবস্থায় পৌঁছার জন্য কঠোর পরিশ্রম করেছে, এবং আমি জানি সে দুর্দান্ত কিছু করতে চলেছে।
উল্লেখ্য, ইউরোপের কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে হলে সে ফুটবলারের বয়স ১৮ বছর পূর্ণ হতে হয়। যেহেতু লিওনেল মেসির বয়স এখন ৯, তাই এখনই তাকে চুক্তি করাতে পারবে না কোনো দল।