ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার হিসেবে যাকে দেখেছেন তেবাস
ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। যে ট্রফিটি পাওয়া যে কোনও খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে এ ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে লুকা মদ্রিচ আর করিম বেনজামা ছাড়া আর কেউই সেখানে ঢুকতে পারেননি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে দেয়া হবে ৬৭তম ব্যালন ডি’অর ট্রফি।
এ বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ সাতবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। তাই আলোচনায় মেসি-রোনালদোর বিদায়ের পর কে হতে পারের তাদের স্থলাভিষিক্ত।
অনেকেই এ ট্রফি জয়ের ক্ষেত্রে নেইমারকে দেখছিলেন। কিন্তু তিনি সে সামর্থ্য দেখাতে ব্যর্থ হন। পরবর্তিতে সকলে মনে করছেন এটি জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, ম্যানসিটির নরওয়ে স্ট্রাইকার আর্লিং হালান্ড।
এবার এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হেভিয়ার তেবাস। তিনি জানিয়েছেন ব্যালন ডি’অর জয়ে মেসির পরবর্তি সময়ে এটি জয়ের সামর্থ্য রয়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়ুস জুনিয়রের।
আরও পড়ুন: মেসি ও নেইমারকে একসঙ্গে দলে ভেড়াতে চায় ইংলিশ জায়ান্ট
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তেবাস এ কথা বলেন। মার্কার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি পোস্ট জানাচ্ছে তেবাস বলেছেন, ভিনিসিয়ুস ভবিষ্যতে ব্যালন ডি’অর জিততে চলেছেন। তিনি রিয়াল মাদ্রিদ এবং তার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।
তেবাস আরও বলেন, আমি চাই ভিনিসিয়ুসের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক জানা হোক। যখন সে প্রথম দলে যোগ দেয়, তারা আমাকে জিজ্ঞেস করেছিল কে এমন খেলোয়াড় যিনি মেসির স্থলাভিষিক্ত হতে পারে। তখন আমি বলেছিলাম এটি ভিনিসিয়াস। এটা বেশ কিছুদিন আগের কথা।