ব্যাটিং ঝড়ের রাতে অবশ্য শেষ হাসি হেসেছে স্বাগতিক ভারত
সাদাকালো নিউজ
গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকের আজ ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যধাকার ম্যাচ দেখে পয়সা উসুল হয়েছে নিশ্চিত। চোখের সামনে আজ যে কেবল ব্যাটিং ঝড়ই বয়ে গেছে। আর একটা টি-টোয়েন্টি ম্যাচে এটাই সবচেয়ে আকাঙ্খিত থাকে।
ব্যাটিং ঝড়ের রাতে অবশ্য শেষ হাসি হেসেছে স্বাগতিক ভারত। আর তাতে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি জিতে নিয়েছে দলটি।
গুয়াহাটিতে এদিন ভারত টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৭ রান তোলে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ২২১ রানে থামে প্রোটিয়ানরা। মাত্র ১৬ রানের হার দেখে দলটি।
প্রোটিয়ানদের পক্ষে ডেভিড মিলার ৪৬ বলে শতক হাঁকিয়ে জয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত ৪৭ বলে ৮ চার ও ৭ ছয়ে ১০৬ রান করে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে কুইন্টন ডি কক করেন ৪৮ বলে ৩ চার ও ৪ ছয়ে ৬৯ রান। দুইজনে গড়েন অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি। তবে টপ অর্ডারে বাকিদের ব্যর্থতায় কাঙ্খিত জয়টা আর ধরা দেয়নি প্রোটিয়াদের।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের ৫৭, রোহিত শর্মার ৪৩, বিরাট কোহলির ৪৯, সূর্যকুমার যাদবের ৬১ এবং দিনেশ কার্তিকের ১৭ রানে ভর করে বিশাল সংগ্রহ পায় ভারত। স্বাগতিক ব্যাটসম্যানরা ২৫টা চার ও ১৩টি বিশাল ছয় মারেন।