ব্যর্থ হয়েও ফের জুটি বাঁধছেন অক্ষয়-মানশি
সাদাকালো নিউজ
সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয় করলেও পর্দায় দর্শকদের মন খুব একটা জয় করতে পারেনি মানশি চিল্লার। এ বছর ‘পৃথ্বিরাজ’ ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এ অভিনেত্রী। কিন্তু বড় বাজেটে সিনেমাটি তৈরি হলেও সাফল্যের মুখ দেখেননি বক্স অফিস।
ক্যারিয়ারের প্রথম ছবি মুখ থুবড়ে পড়লেও চলার গতি থেমে নেই অভিনেত্রীর। বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন মানশি। তবে তাদের সেই ব্যর্থ জুটির আবারও একসঙ্গে দেখা মিলবে পর্দায়।
জানা গেছে, ‘বড় মিয়া ছোট মিয়া’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক আলী আব্বাস। এ ছবিতেই ফের পর্দা শেয়ার করবেন অক্ষয়-মানশি। সিনেমায় আরও অভিনয় করবেন টাইগার শ্রফ এবং জাহ্নবী কাপুর। এ ছাড়া আরও একজন অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক। তবে কাকে নিবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।
প্রসঙ্গত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও ভারতে এ ছবিটির শুটিং হবে। ২০২৩ সালের জানুয়ারিতে শুটিং শুরু হবে এবং একই বছরের ক্রিসমাসে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। খবর : মিড-ডে