ব্যবসায়ী-শিক্ষার্থী রোষানলে রক্ষা পায়নি অ্যাম্বুলেন্সও
সাদাকালো নিউজ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষ চলছে। এর মধ্যেই একটি অ্যাম্বুলেন্সের ওপর হামলা করে ভাঙচুর চালায় ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ২টা পর্যন্তও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্স আসতে দেখে ব্যবসায়ীরা হামলা চালিয়ে পুরো গাড়ি ভাঙচুর করে। এ সময় অ্যাম্বুলেন্সের চালককেও মারধর করে তাঁরা।
সোমবার রাত ১২টার দিকে খাওয়ার বিল দেয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, গতকাল সোমবার আমাদের কয়েকজন জুনিয়র খাবার খেতে গেলে বিল বেশি রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে তাদের মারধর করেন ব্যবসায়ীরা। মারধরের কারণ জানতে গেলে ১০-১২ জন ছাত্রকে তাঁরা আটকে রাখেন।
সোমবার মধ্যরাতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিউমার্কেটের ব্যবসায়ীরা। এর প্রতিবাদে তিন দফা দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।