বেশিরভাগ মানুষ ঢাকা ছাড়বে আজ
সাদাকালো নিউজ
ঈদযাত্রার অগ্রিম টিকিটের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সবচেয়ে বেশি ভিড় জমেছিল গত ৩ জুলাই। সেদিন দেওয়া হয়েছিল ৭ জুলাইয়ের (বৃহস্পতিবার) ট্রেনের আগাম টিকিট। অন্যদিকে বাস কাউন্টারগুলোতেও এই দিনের টিকিট খুঁজেছে সবচেয়ে বেশি মানুষ। একইভাবে অনলাইনেও বৃহস্পতিবার অর্থাৎ ৭ জুলাইয়ের বাস, ট্রেনের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি।
আজ ৭ জুলাই (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবস। এরপর ৮ জুলাই (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন। তারপর ৯, ১০, ১১ জুলাই ঈদুল আজহার ছুটি। ফলে বৃহস্পতিবার অফিস শেষ করে ঈদের ছুটি কাটাতে ছুটবে মানুষ। সেই হিসাবে আজ বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য চলে যাওয়ার কথা। বিষয়টি এই নির্দিষ্ট দিনের অগ্রিম টিকিট বিক্রির সময়ই আঁচ করা গিয়েছিল।