বেত বাগানে চিতাবাঘ ভাইরাল খবরটি গুজব
সাদাকালো নিউজ
সুন্দরবনের বাঘের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। প্রতিবছর অনেক বনজীবী ও বনসংলগ্ন এলাকার মানুষ শিকার হয় বাঘের। তবে এবারের ঘটনাটি একটু ভিন্ন। গত ১০ সেপ্টেম্বর টাঙ্গাইলের সুখীপুর উপজেলার হতেয়া বেত বাগানে চিতাবাঘের আতঙ্ক, এই শিরোনামে স্থানীয় এক কিশোর ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতেই ঘটে বিপত্তি।
মুহূর্তেই এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এ ঘটনায় গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পরে। স্থানীয়রাও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে। সেই ঘটনার চারদিন পর জানা গেল, বেত বাগানে চিতাবাঘ বিচরণ করার বিষয়টি মিথ্যা। ১৩ই সেপ্টেম্বর বিকেলে হতেয়া রেঞ্জ অফিসে বন্যপ্রাণী দমন ইউনিটের জিজ্ঞাসাবাদে ফেসবুকে ছবি আপলোড করা ওই কিশোর মিথ্যা প্রচারের স্বীকারোক্তি দিয়েছেন।
জানা গেছে, স্থানীয় ওই কিশোরটির নাম শাকিব। ১৮ বছর বয়সী শাকিব প্রথমে বেত বাগানের একটি ছবি তুলে। পরে অনলাইন থেকে একটি চিতা বাঘের ছবি এডিট করে বেত বাগানের ছবিতে বসিয়ে দেয়। পরে ফেসবুকে ‘বেত বাগানে চিতা বাঘের আতঙ্ক’ শিরোনামে স্ট্যাটাস দেয়। মূলত ফেসবুকে ভাইরাল হওয়ার জন্যই এ কাজ করেছিল সে। এ বিষয়ে লিখিত মুচলেকা নিয়ে ওই কিশোরকে ছেড়ে দিয়েছে তদন্ত কমিটি।