বুবলীর শারীরিক কসরত; পাগল হলেন ভক্তরা
সাদাকালো নিউজ ডেস্ক
মহামারি করোনা সংকটের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থেকেছেন শোবিজ তারকারা। ফিট থাকতে নিয়মিত ব্যায়াম করতে হয় তাদের। যদিও শবনম বুবলীর বিষয়টি একটু অন্যরকম। এই সংকটকালে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম করছেন শবনম বুবলী। ফেসবুকে যোগব্যায়ামের কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী। তাতে দেখা গেছে- মাথার চুল বেণি করা, তাতে গোছা একটি ফুল। পরনে ইয়োগার পোশাক। এমন সাজপোশাকে নানা ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে ভক্তদের স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়েছেন এ নায়িকা। আর এতেই তার অনেক ভক্ত রীতিমতো উচ্ছ্বসিত।
যোগব্যায়ামের বিষয়টি নিয়ে বুবলী বলেন, করোনা সংকটের মধ্যে সময় কাটছে। লকডাউনে বেশ কিছুদিন বাসায় থাকতে হয়েছে। এই সময়ে শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তিটাও খুব দরকার। এজন্য ইয়োগার বিকল্প নেই।
সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে পা রাখেন বুবলী। ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে তার রাজকীয় অভিষেক হয়। এরপরে তারা জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করছেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘চোখ’, ‘ক্যাসিনো ‘ ও ‘বিদ্রোহী’ নামে কয়েকটি সিনেমা।