বীমা খাতের ৫ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ
সাদাকালো নিউজ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ বিমা কোম্পানির ২০২৩ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেসব কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেগুলো হলো: পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।
বুধবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পিপলস ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা। জানুয়ারি থেকে জুন, ২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৫১ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন,২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৫ পয়সা।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৬ পয়সা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৬৪ পয়সা। জানুয়ারি থেকে জুন,২৩ পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯১ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৫ পয়সা।