বিয়ের ১১ বছর পর মা-বাবা হচ্ছেন তিশা-ফারুকী দম্পতি
নাফিজা আক্তার
তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সারয়ার ফারুকী বছরের শেষ প্রান্তে এসে চমকে দিলেন ভক্তদের। দিলেন অনাগত সন্তানের আগমনের সুখবর। সন্তানের অভিভাবক হওয়ার সুখবরটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করলেন তিশা।
অভিনেত্রী তিশা ও নির্মাতা ফারুকীর দীর্ঘ দিনের সংসার। এতদিন পার হয়ে গেলেও কেন সন্তান নিচ্ছেন না তারা? এ নিয়ে বহু আগে থেকেই ছিল নানা গুঞ্জন, নানা প্রশ্ন। অবশেষে সেই সকল গুঞ্জনের অবসান হতে চলেছে।
গতকাল সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী ফারুকীর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তিশা। সেই ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে তিশার বেবি বাম্প। ছবি থেকে আরও বুঝা যাচ্ছে, সন্তানের আগমনের আর বেশী দেরি নেই। খুব দ্রুতই সন্তানের অভিভাবক হতে যাচ্ছেন এই তারকা দম্পতি।
তিশা তার ছবি দুটির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবকিছুতে অনুপস্থিত? এই দুইটা ছবিতে নিশ্চয়ই সবকিছুর উত্তর পাচ্ছেন।’
অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমি অনুপস্থিত, কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
এদিকে সামাজিক মাধ্যমে পোস্টটি শেয়ার করার পরপরই তিশা এবং ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন শোবিজের অনেক তারকা। টনি ডায়েস, অভিনেতা চঞ্চল চৌধুরী, নির্মাতা শিহাব শাহীন, গীতিকার কবির বকুল, অভিনেতা মীর সাব্বির, চিত্রনায়ক নিরব হোসেন, অভিনেত্রী শাহনাজ খুশি, রুনা খান, মডেল-উপস্থাপিকা মারিয়া নূর ও রওনক হাসান তাঁদের মধ্যে অন্যতম।
এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা থেকেও এসেছে অনেক অভিনন্দন বার্তা। টলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীল, তিশা ও ফারুকীর প্রথম সন্তানের আগমনের খবরে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। সেই বার্তায় লিখেছেন, ‘এতো দারুণ খবর! আন্তরিক শুভকামনা। ভালো থেকো তোমরা।’
তিশার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৯ সালে। ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির মাধমে। জানা যায় বিয়ের আগে পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। একটি নাটকের সেটে ২০০৫ সালে তিশাকে প্রেমের প্রস্তাব দেন ফারুকী। এতে সম্মতি জানান তিশা।
দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তিশা ও ফারুকী। দশম বিবাহবার্ষিকীতে একটি টিভি সাক্ষাৎকারে তারা নিজেরাই ফাঁস করেন এসব অজানা কথা। এ বছরের ১৬ জুলাই বিয়ের ১১ বছর পূর্ণ করলেন এ তারকা দম্পতি।