বিসিবির সভাপতি হচ্ছেন মাশরাফী?
সাদাকালো নিউজ
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় মাশরাফি বিন মোর্ত্তজাকে। তাবে তাঁর অবসর নিয়ে কম নাটক হয়নি। বাংলাদেশকে জিততে শেখানো এই অধিনায়ক বিদায় বেলায় প্রাপ্য সম্মানটুকুও পাননি। তবে সেসব এখন অতীত। মাশরাফী সক্রিয় হয়েছেন রাজনীতিতে, ক্রিকেটও এগিয়ে চলছে আপন গতিতে।
অনেকদিন ধরেই তাঁর ভক্ত অনুরাগীরা চান বোর্ড প্রেসিডেন্টের পদে নড়াইল এক্সপ্রেসকে দেখতে। এ বিষয়ে দেশের একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে মাশরাফী বোর্ড প্রেসিডেন্ট হতে চাই কিনা আমার প্রথম সন্দেহ। বোর্ড প্রেসিডেন্ট পদটা এখন বেশ জটিল। দেশে না, দেশের বাইরে। এই চাপটা ও নিবে কিনা বা নিতে চায় কিনা। ওকে তো আগে আসতে হবে।’
মাশরাফীর আকাশচুম্বী জনপ্রিয়তার কথা জানা আছে সবারই। তাই নির্বাচনে এলে যে মাশরাফী জিতবেনই এই বিষয়ে কোন সন্দেহ নেই বিসিবি বসের। তবে পরিচালক হতে পারলেও প্রেসিডেন্ট হতে পারবেন কিনা মাশরাফি সেটা নিয়ে সন্দেহ আছে পাপনের।
বিসিবি বস বলেন, ‘আমার ধারণা মাশরাফী ডেফিনেটলি নির্বাচনে জিতবে। এতে আমার কোন সন্দেহ নেই। কিন্তু পরিচালক হয়ে আসার পরে প্রেসিডেন্ট পদে পারবে কিনা এটা আমি নিশ্চিত না।’
তবে মাশরাফীকে নিয়ে আলাদা পরিকল্পনা ছিল বলেও জানান পাপন। কিন্তু সেখানে বাধ সেধেছে টাইগার পেসারের সংসদের সদস্যপদ। পাপন বলেন, ‘আমি সবাইকে বলতাম মাশরাফী যেদিন অবসর নেবে ওকে আমি বাংলাদেশ দলের ম্যানেজার বানায় দিব। কিন্তু মাঝখানে বিপদ হলো ও তো এমপি হয়ে গেল। এখন একটা এমপিকে আমি কিভাবে ম্যানেজার করি।’