বিশ্বে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সাদাকালো নিউজ
টানা ৪ বছর বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ। বায়ুদূষণ এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা কিউএয়ারের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়,‘মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলে অবস্থিত।’
এ প্রতিবেদনটি বাতাসের মধ্যে পিএমটুপয়েন্টফাইভ (PM2.5) নামে পরিচিত এক ধরনের পার্টিকল বা সূক্ষ্ম কণার উপস্থিতি হিসেব করে তৈরি করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পিএমটুপয়েন্টফাইভের গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। আর ২০২১ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএমটুপয়েন্টফাইভের গড় মাত্রা ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম।
দূষিত দেশের তালিকায় পাকিস্তান ও ভারতের অবস্থান যথাক্রমে তৃতীয় ও পঞ্চম।