বিশ্বের সর্ববৃহৎ চোখ ধাঁধানো কাচের ব্রিজ
সাদাকালো নিউজ
সেতু মানে শক্তপোক্ত হবে, এটাই স্বাভাবিক। তাই কখনও কংক্রিট অথবা লোহার সেতু তৈরি করা হয়। কিন্তু সেতু তৈরি করা হয়েছে কাঁচ দিয়ে! যার ওপর দিয়ে দিব্যি কয়েকশো লোক চলাচল করতে পারবে। কি অবাক হচ্ছেন, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বলছি, ভিয়েতনামের ‘বাক লং’ সেতুটির কথা। পর্যটকদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে সেতুটি চালু করেছে দেশটির কর্তৃপক্ষ।
সম্প্রতি সেতুটি উদ্বোধন করা হয়েছে। ২ হাজার ৭৩ ফুট লম্বা সেতুটি টেক্কা দিয়েছে চীনের রেকর্ডকে। সে কারণেই উদ্বোধনী আসরে মিলেছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঢোকার সুযোগ। বিশ্বের দীর্ঘতম এই সেতুটি কাচের হলেও ভাঙার বা ফেঁটে যাওয়ার কোনো ভয় নেই।
একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে সেতুটি তৈরি করা হয়েছে। যার উচ্চতা ১৫০ মিটার, দৈর্ঘ্য প্রায় ৬৩২ মিটার। খাড়া ওই পাহাড়ের গা ঘেঁষে এমনভাবে পেঁচিয়ে এটি নির্মাণ করা হয়েছে, যা দেখতে অনেকটা ড্রাগনের মতো। সেতুটির পাটাতন হিসেবে ব্যবহার করা হয়েছে ঝকঝকে স্বচ্ছ কাচ। ফলে এর ওপর দিয়ে হাঁটতে গেলে মনে হবে পায়ের নিচে কিছু নেই। গভীর খাঁড়িতে পড়ে যাওয়ার ভয় কাজ করবে।
জানা গেছে, ভিয়েতনামের উত্তর-পশ্চিমের সন লা প্রদেশে বিশেষ ধরনের ‘টেম্পার্ড গ্লাস’ দিয়ে তৈরি করা হয়েছে এই ঝুলন্ত সেতু। এটি এতটাই শক্তিশালী যে একসঙ্গে ৪৫০ জন পর্যটক নিশ্চিন্তে হাঁটতে পারবেন। এমনকি কাচের তৈরি হওয়ায় এই সেতু থেকে উপভোগ করা যাবে বনের সৌন্দর্য।