বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি
সাদাকালো নিউজ
৩১ বছরে পা দিল বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি। ১১ মে ছিল সারমেয়টির জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে জন্ম হয়েছিল ববির।
জন্মদিন উদ্যাপন করতে ববির মালিক লিওনেল কোস্টা একটি অনুষ্ঠানের আয়োজন করেন।
সে অনুষ্ঠানে ১০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
ববি ৩১ বছর বয়স পর্যন্ত বেঁচে আছে এবং সুস্থ ও স্বাভাবিক রয়েছে কীভাবে, সেই রহস্য জানতে প্রাণীপ্রেমীরা খুবই আগ্রহী।
ববি র্যাফেইরো দো আলেনতেয়ো প্রজাতির। গত ফেব্রুয়ারিতেই গিনেস রেকর্ড করেছে সে।
তার পর থেকেই তাকে দেখার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছেন পর্তুগালে ববির মালিক লিওনেলের বাড়িতে।
প্রতিদিন কোনো না কোনো লোক আসছেন ববিকে দেখতে।
ফলে তার শরীর এবং মনের ওপর প্রভাব পড়তে পারে, এই ভেবে পশু চিকিৎসকের পরামর্শও নিচ্ছেন লিওনেল।
এই দীর্ঘ বছর বেঁচে থাকার রহস্য কী? এ প্রসঙ্গে লিওনেল জানান, ‘ববির বেঁচে থাকার নেপথ্যে একটি কারণ হলো পরিবেশ। শান্ত পরিবেশে ওকে সব সময় রাখা হয়। তা ছাড়া ববিকে চেন দিয়ে বেঁধে রাখা হয় না। বাড়ির চত্বর ও চারপাশে যখন খুশি ঘুরে বেড়ায়।’
লিওনেল আরও জানান, তার যখন আট বছর বয়স, তখন ববি জন্মেছিল। তার পর থেকে পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে সে।
ববির মা গিরাকেও দেখাশোনা করত লিওনেলের পরিবার। ১৮ বছর বয়সে মারা যায় গিরা।