বিশ্বের সবচেয়ে দামি উট, বিক্রি হলো ১৬ কোটি টাকায়।
নাফিজা আক্তার
পবিত্র রমজান মাস শুরু হতে আর দেরি নেই। এক মাস সিয়াম সাধনের পরই উদযাপিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
অনেকেরই জানা, সৌদি আরবে ঈদে উট কোরবানি করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে দেশটিতে এমন একটি উট বিক্রি হয়েছে যেটাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি উট। কারণ ওই উট বিক্রি হয়েছে ৭ মিলিয়ন সৌদি রিয়ালে। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়েছে ১৬ কোটি টাকারও বেশি।
গলফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবে এই উটটির জন্য একটি নিলামের আয়োজন করা হয়। নিলামের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত এক ব্যক্তিকে মাইক্রোফোনের মাধ্যমে উটটি নিলাম করতে দেখা যায়। উটটির জন্য প্রাথমিক দর রাখা হয়েছিল ৫ মিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ প্রায় সাড়ে ১১ কোটি টাকা।
শেষ পর্যন্ত অবশ্য উটটি বিক্রি হয় ৭ মিলিয়ন সৌদি রিয়ালে। এত বেশি টাকা দিয়ে কে উটটি কিনেছেন তার পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।