বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন
রাকিবুল ইসলাম
সৌদিআরব ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। স্থানীয় সময় ৬টা ১ মিনিটে মসজিদে নববী এবং ৬টা ৫মিনিটে মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ জামাত।
ভৌগলিক কারণে গেল রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সে অনুযায়ী আজ সোমবার ঈদ উদযাপিত হচ্ছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।
প্রতিবারের মতো এবারো ঈদের খুশি বিনিময়ের জন্য নানা ধরণের আনন্দ আয়োজন দেশে দেশে। দুই বছর পর করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় ঈদকে ঘিরে উচ্ছ্বাস প্রতিটি মুসলিম দেশে।
অন্যদিকে বাংলাদেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। এরপর মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে ভারতেও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার পবিত্র রমজান মাসের ৩০তম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এরপর মঙ্গলবার দেশটির মুসল্লিরা পালন করবেন খুশির ঈদ।
একইসঙ্গে ইরান ও পাকিস্তানে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশ দু’টিতে ৩০তম রমজান পালিত হচ্ছে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।