বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস নেমেছে
সাদাকালো নিউজ
বিশ্বজুড়ে শেয়ারবাজারে মন্দা দেখা দিয়েছে। শিগগিরই আরেক দফা সুদের হার বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। আপাতত সেদিকে মনোযোগ দিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে চাপে পড়েছে ডলার। এতে আন্তর্জাতিক পুঁজিবাজারগুলোতে মন্দা বিরাজ করছে।
এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, জাপানের বাইরে এশিয়ার এমএসসিআই সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। জাপানের নিক্কেই শেয়ারের মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ।
এশীয় অঞ্চলের মতো আমেরিকার শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক পড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। তবে ইউরোপের পুঁজিবাজার স্থিতিশীল আছে।
আগামী মে মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। সেই সম্ভাবনা রয়েছে ৮৬ শতাংশ। আপাতত সেদিকে মনোনিবেশ করেছেন ব্যবসায়ীরা।