বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশি শ্যুটাররা
সাদাকালো নিউজ
চলতি বছরের শুরুতেই ইন্দোনেশিয়ার জাকার্তায় বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। আসরে প্রথম বাংলাদেশি শ্যুটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতিহাস গড়েছিলেন কামরুন নাহার কলি। দুই মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ খেলতে ভারতে গেলেন বাংলাদেশি শ্যুটাররা।
রোববার (১৯ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিবেশি দেশ ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কলিসহ ৬ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল। তারা হলেন রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম, অর্ণব শারার, কামরুন নাহার কলি, নাফিসা তাবাসুম ও শাইরা আরেফীন।
ভারতের ভূপালে আগামীকাল শুরু হবে ৮ দিনব্যাপী এই বিশ্বকাপ। এবার পদক জেতার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন শ্যুটার কামরুন নাহার কলি। দেশ ছাড়ার আগে কলি বলেছেন, ‘আমি এবার পদক জেতার চেষ্টা করবো। আমি দেশবাসীর দোয়া চাই।’