বিশ্বকাপে জ্যোতির প্রথম ফিফটির পরও বাংলাদেশের ১০৭
সাদাকালো নিউজ
আইসিসি নারী টি-টোয়েন্টিতে ছিল না বাংলাদেশের কারো ফিফটি। সেই অতৃপ্তি ঘুঁচিয়ে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তবে মঙ্গলবার রাতে জ্যোতির দ্যুতি ছড়ানো রাতে বাংলাদেশের অন্য কেউ হননি উদ্বুদ্ধ। ফলে ১০ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেট হেরে গেছে বাংলাদেশ নারী দল।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভার মোটামুটি ঠিক ছিল বাংলাদেশের (৩৪/২)। জ্যোতির নেতৃত্ব দেয়া তৃতীয় উইকেট জুটির ২৫ বলে ৩১ এবং ৪র্থ উইকেটে ৫৩ বলে ৪৪ রানে চ্যালেঞ্জিং স্কোরের আবহ ছিল।তবে হতাশ করেছে বাংলাদেশ নারী দল শেষ ৩০ বলে। এই ৩০ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দল যোগ করেছে মাত্র ১৮ রান। প্রত্যাশিত স্কোরে বাধা হয়ে দাঁড়িয়েছে শেষ ৫ ওভার।
জ্যোতি একাই লড়েছেন। পাননি কোনো সঙ্গী। তার হাফ সেঞ্চুরির (৫৭) পাশে ডাবল ফিগার মাত্র ১ জনের-স্বর্ণার ২৭ বলে ১২! পুরো ইনিংসে বাংলাদেশের ১১টি বাউন্ডারির ৭টি মেরেছেন জ্যোতি। একমাত্র ছক্কাটি মেরেছেন তিনি আলেনা কিংকে মিড অনের উপর দিয়ে। গার্ডনারের আউট সাইড অফ ড্রাইভ করতে যেয়ে এক্সট্রা কভারে দিয়েছেন ক্যাচ (৫০ বলে ৭ চার, ১ ছক্বায় ৫৭)।এই ম্যাচে বাংলাদেশ নারী দল ভুগেছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার জর্জিয়া ওয়ারাহামের বোলিংয়ে (৪-০-২০-৩)। ব্রাউন পেয়েছেন ২ উইকেট (২/২৩)।
১০৮ রানের লক্ষ্যটা দিয়ে বোলিং-ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়াকে আতঙ্কে রাখতে পারেনি বাংলাদেশ নারী দল। এই টার্গেটটা খুবই মামুমি হয়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে।ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪৫/১ স্কোরে অস্ট্রেলিয়ার টপ অর্ডাররা জানিয়ে দিয়েছে তা। দ্বিতীয় উইকেট জুটির ৬০ বলে ৬৯ এবং অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটির ৩৫ বলে ৩৩ রানে ১০ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে ’এ’ গ্রুপে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া (২ ম্যাচে ৪ পয়েন্ট)। বাংলাদেশ সেখানে টানা দ্বিতীয় হার-এ পয়েন্ট শুন্য।