বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা
সাদাকালো নিউজ
মেসিকে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপের উন্মাদনায় মুখরিত গোটা পৃথিবীর মানুষ। এই বিশ্বকাপেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন সময়ের সেরা তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন, ব্যক্তিগত সাফল্যেও আর সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। তবে বিশ্বকাপে চারবার মাঠে নেমেও আর্জেন্টিনাকে সোনালি ট্রফিটা জেতাতে পারেননি।
বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন কাতার বিশ্বকাপই হবে তার ট্রফি জয়ের আক্ষেপ ঘুচানোর শেষ লড়াই। তাই দুই বছর আগে বিদায়ী কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার সেই ৩৬ বছর আগের শেষ ট্রফি জয়ের স্মৃতি নিয়েই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের মিশনে ছুটে চলেছেন মেসি ও তার সহযোদ্ধারা।
মরুর বুকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারলেও স্বদেশি কোচ লিওনেল স্কালোনির অধীনে গোটা দলকে একা হাতে নেতৃত্ব দিয়ে টেনে নিয়ে এসেছেন সেমিফাইনালের দৌড় গোঁড়ায়। এখন আর মাত্র দুই ধাপ অতিক্রম করতে পারলেই লে আলবিসেলেস্তেদের দীর্ঘ সময়ের হতাশা, পরাজয়ের গ্লানি রূপ নেবে উৎসবের আনন্দে।
সোমবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনালে ইউরোপিয়ান দেশ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আগে চারবার বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নেমে একবারও পরাজয়ের মুখ দেখেনি লাতিন এই পরাশক্তিরা। তাই ক্রোয়েটদের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন সমর্থকরা আশায় বুক বাঁধতে পারেন, আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠা মানে ফাইনাল নিশ্চিত!
প্রথমবার বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল ১৯৩০ সালে। সে আসরে স্বাগতিক উরুগুয়ের বিপক্ষে ফাইনালে বিতর্কিত কারণে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তবে সেমিতে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে ছেলেখেলা করে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।
পরেরবার ইতিহাসটা আসলে কমবেশি সবারই জানার কথা। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। সেবার সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে এই কিংবদন্তির জোড়া গোলেই ২-০ তে জিতেছিল আকাশি নীল শিবির।
১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ইতালির সঙ্গে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা। তবে ফাইনালে জার্মানির কাছে পরাজয়ে শিরোপা জিততে পারেনি তারা।
এরপর দীর্ঘ ২৪ বছর পর ঝিমিয়ে পড়া আর্জেন্টিনাকে সেমির দরজায় তুলেন মেসি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ১২০ মিনিট খেলেও গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। যেখানে আর্জেন্টিনা ডাচদের মোকাবেলা করে ৪-২ গোলে জেতে মেসিবাহিনী। তবে আবারও জার্মানির কাছে পরাজয় হয় আর্জেন্টিনা।
আপনাদের মনে ধারণা প্রশ্ন আসতে পারে, আর্জেন্টিনা যে ১৯৭৮ বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল তা কেন বললাম না। এবার বলছি আসল ঘটনা। সেই আসরে প্রথমে ১৬ দল চারটি গ্রুপে ও পরে সেখান থেকে আট দল দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলে। ফলে ফরম্যাট ভিন্ন হওয়ায় বিতর্ক উঠেছিল অনেক। তবে দুই গ্রুপের সেরা দুই দল হিসেবে ফাইনালে মাঠে নেমেছিল। যেখানে নেদারল্যান্ডসকে পরাজিত করে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল।