বিশ্বকাপের আসরে ৭ বলে ওভার!
সাদাকালো নিউজ
ক্রিকেটে সাধারনত ওভার হয় ৬ বলে। কিন্তু সম্প্রতি অনুষ্টিত এক আন্তর্জাতিক ম্যাচে সেটা হয়ে গেল ৭ বলে । তাও আবার বিশ্বকাপের মতো আসরে। অ্যাম্পায়ারের ভুলের ম্যাচটিতে কোনো প্রকার ‘নো বল কিংবা ওয়াইড’ ছাড়া হয়ে গেল ৭ বলের ওভার।
ম্যাচটি পরিচালনা করেন জ্যামাইক্যান আম্পায়ার জ্যাকলিন উইলিয়ামস ও বাংলাদেশি শারফোদ্দৌলা ইবনে সৈকত।
এ ঘটনাটি ঘটে চলমান নারী বিশ্বকাপে অনুষ্টিত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে।
এই ম্যাচে পাকিস্তানের বোলিং ইনিংসের ২৭তম ওভারে বল করতে আসেন ওমাইমা সোহাইল। তিনি আম্পায়ারের ভুলে এক ওভারে ৭টি বল করেন।
ওমাইমার করা ষষ্ঠ বলে সুইপ খেলতে গিয়ে মিস করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার সানে লাস। বল স্ট্যাম্প বরাবর থাকায় পাকিস্তানের খেলোয়াড়দের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান লাস।
কিন্তু এটাই যে ওভারের শেষ বল ছিল তা বেমালুম ভুলে যান আম্পায়ার। আর এ কারনেই ওমাইমাকে দিয়ে আরও একটি বল করান তিনি। সপ্তম বলে লাস লং অনে ঠেলে দিয়ে ১টি রান নেন।
অবাক করা ব্যাপার হলো থার্ড আম্পায়ারেরও চোখে ধরা পড়েনি ৭ বলে ওভার হওয়ার বিষয়টি!
অনেকেই মনে করেন এই ম্যাচটির ফলাফল যদি শেষ বল পর্যন্ত গড়াত তাহলে এই ভুল সিদ্ধান্তের মাশুল গুনতে হত পরাজিত দলকে।