বিলে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ৩ শিশুর
সাদাকালো নিউজ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিলে শাপলা তোলার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধামারণ ইউনিয়নের পশ্চিমের চক বিলে এ ঘটনা ঘটে।
তিন শিশু হলো- রবিউল হাসান, সাইফুল ইসলাম লামিম ও সানজিদা আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চার শিশু মিলে শাপলা তুলতে গিয়েছিল। এ সময় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিন শিশুই দুনিয়া ছাড়েন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম। তিনি বলেন, ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান তারা আর নেই।
মারা যাওয়া রবিউলের বাবা মোমেন আলী বেপারী জানান, আমি অন্য খানে কাজে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার সন্তান ও ভাগ্নি আর নেই।
সানজিদার বাবা সাইফুল মোল্লা বলেন, চার ভাই-বোন মিলে বিলে শাপলা কুড়াতে যায়। বজ্রপাতে ওদের মধ্যে তিনজনের জীবন চলে গেল।