বিরল রেকর্ড গড়লেন সূর্য
সাদাকালো নিউজ
টি-টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ক্রিকেটার। ২২ গজে যে কোনো বোলারদের ঘুম হারাম করেন তিনি। অথচ তিনিই কিনা ওয়ানডেতে নিজের সেই চেনা রূপ হারিয়ে ফেলেছেন। গড়েছেন এমন এক রেকর্ড যা ক্রিকেট বিশ্বের প্রথম। যা কিনা আবার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ঘটনা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ থেকে কোনো রানই করতে পারেননি সূর্যকুমার। শুধু কি তাই, তিন ম্যাচেই আউট হয়েছেন প্রথম বলেই, অর্থাৎ টানা তিন ‘গোল্ডেন ডাক’!
প্রথম দুই ম্যাচে অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সূর্য। আর তৃতীয় ও শেষ ম্যাচে স্পিনার অ্যাশটন অ্যাগারের বলে হয়েছেন বোল্ড। সূর্যের এই লজ্জার রেকর্ডের দিনে ভারত হেরেছে ২১ রানে। আর সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
ওয়ানডের ইতিহাসে দ্বিপক্ষীয় সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়ার এটি ১৩তম ঘটনা। তবে ভারতীয়দের মধ্যে সূর্যকুমারই প্রথম। এছাড়া একাধিক সিরিজ ও টুর্নামেন্ট মিলিয়ে টানা তিনটি ডাক আছে আরও পাঁচ ভারতীয়র। যাদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে আছেন শচীন টেন্ডুলকার (১৯৯৪)। অন্যরা হচ্ছেন অনিল কুম্বলে (১৯৯৬), জহির খান (২০০৩-০৪), ইশান্ত শর্মা (২০১০-১১), জসপ্রিত বুমরাহ (২০১৭-১৯)।
টানা তিন ওয়ানডেতে গোল্ডেন ডাকে আউট হওয়া সূর্য প্রথম কোনো ভারতীয়। তার আগে টানা তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া শচীন, কুম্বলে, জহির, ইশান্ত ও বুমরাহ কেউই টানা গোল্ডেন ডাকের শিকার হননি।