বিমার দাপট চলছেই, লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকা
সাদাকালো নিউজ
দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১৮ মে) সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৫৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১১৫ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৫৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৯৩২ কোটি ৯১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৯৮ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ১৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২১১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ৯০টির। দিন শেষে সিএসইতে ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।