বিমানবন্দরে গাড়ির চাকায় সোয়া ৫ কেজি স্বর্ণ!
নাফিজা আক্তার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশ বিমানের ওয়ার্কশপে একটি গাড়ির চাকার ভেতর লুকিয়ে রাখা ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এই পরিমাণ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দার একটি যৌথ দল অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়।
এসময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি স্ক্যানিং করা হয়। তারপর খুলে দেখা যায়, চাকার ভেতর পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল।
জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের গ্রান্ড সার্ভিস ইক্যুইপম্যান (জিএসই) এরিয়াতে চাকাটি পড়ে থাকতে দেখা যায়। পরে চাকাটি খুলে দেখা যায়, চাকার রিংয়ের ভিতরে কালো কাগজে মুড়ানো ৪৬ পিস স্বর্ণ।
তবে, এ বিষয়ে কোন কর্মকর্তা বা কারও সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো সকল আইনগত প্রক্রিয়া শেষ করে কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে।