বিমসটেক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
সাদাকালো নিউজ
বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশনে’র (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে আগামী ৩০ নভেম্বর থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান এবং ভারত মহাসচিবের দায়িত্ব নেবে।
মাসুদ বিন মোমেন বলেন, ‘ভারতের বিমসটেকের প্রতি গভীর আগ্রহ রয়েছে। তাই পরবর্তী শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করতে ভারতের সচিব ঢাকায় এসেছেন।’
তিনি আরও বলেন, আগামী ৩০ নভেম্বরের থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ডিসেম্বর থেকে বিমসটেকের চেয়ারম্যানশিপের দায়িত্ব পাবে বাংলাদেশ। বিমসটেকের জোটভুক্ত দেশের মধ্যে বিদ্যুতের গ্রিড যুক্ত করা যায় কিনা, এমন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।
এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠক সামনে রেখে ঢাকায় ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এ বৈঠকে অংশ নিতে সকালে ঢাকায় পৌঁছান সৌরভ কুমার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক কাজী রকিবুল হক। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাও এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে বিমসটেক সম্মেলন ছাড়াও আগামী ৯ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলা ও ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু উঠে আসে এই বৈঠকে।