বিবাহিত নায়কের সঙ্গে প্রেম করে বিপাকে অভিনেত্রী!
সাদাকালো নিউজ ডেস্ক
বিবাহ বহির্ভূত সম্পর্ক বলিউডে খুবই সাধারণ বিষয়। একটা সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক জোড়া লাগতে বেশি সময় লাগে না ইন্ডাস্ট্রির তারকাদের। কিন্তু ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আছে এক নজীর বিহীন ঘটনা। এক বিবাহিত অভিনেতার সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীকে নিষিদ্ধ করা হয় তিন বছরের জন্য। অভিনেত্রীর নাম নিকিতা ঠুকরাল। কন্নড় ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত অভিনেত্রী।