বিপর্যয়ের পর মুশফিক-লিটনে স্বস্তির দিন
সাদাকালো নিউজ
সকালের হঠাৎ কালবৈশাখীর পর রৌদ্রোজ্জ্বল সারা বেলা। সংক্ষেপে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম দিন। ব্যাট করতে নেমে সকালেই ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল দল। সেখান থেকে মুশফিকুর রহিম ও লিটন দাস রেকর্ড জুটি গড়েছেন। ২৭৭ রান তুলে স্বস্তিতে দিন শেষ করেছেন।
শুরুর উইকেট ব্যাটিং সহায়ক হবে। রান তোলা যাবে জানিয়ে টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু প্রথম ওভারেই কোন রান না করে প্লেড অন হয়ে ফিরে যান মাহমুদুল জয়। ওই ধাক্কাকে পাত্তা না দিয়ে শট খেলতে গিয়ে ক্যাচ দেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। রানের খাতা খোলা হয়নি তারও।
ওই বিপদ সামাল দিতে এসে আরও বিপদে দলকে ঠেলে দেন মুমিনুল হক ও নাজমুল শান্ত। অধিনায়ক ৯ বলের মধ্যে দুই চারে ৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন। এরপরই ফিরে যান নাজমুল শান্ত। তিনি করেন ৮ রান। ফুল লেন্থের ইন সুইং করা বলে শট খেলতে গিয়ে বোল্ড হন। বাঁ-হাতি তামিম-শান্ত-মুমিনুলরা সুবিধা করতে না পারার পরও উইকেটে পাঠানো হয় বাঁ-হাতি সাকিবকে। তিনি গোল্ডেন ডাক মারেন।
এরপর জুটি গড়েন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এবং টেস্টে দলের ক্রাইসিস ম্যান হয়ে ওঠা লিটন দাস। দিনের বাকি প্রায় ৮০ ওভার ব্যাটিং করেছেন তারা। দু’জন দারুণ দুই সেঞ্চুরি করেছেন।