বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সুন্নতে খৎনার সুবিধা পেল ২ হাজার ৬৪৫ ব্যক্তি
সাদাকালো নিউজ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিনামূল্যে আধুনিক প্রযুক্তিতে সুন্নতে খৎনার সুবিধা পেল ২ হাজার ৬৪৫ ব্যক্তি। রামগঞ্জ উপজেলার নরিমপুরের স্মার্ট একাডেমি প্রাঙ্গনে চলা চারদিনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে এ সুবিধা দেয়া হয়।
২৬ থেকে ২৯ জানুয়ারি এই কর্মসূচি আয়োজন করে বাংলাদেশের স্মার্ট ফাউন্ডেশন এবং তুরস্কের ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটি অ্যাসোসিয়েশন। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালের ১০ জন চিকিৎসক। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চারদিনে মোট ২ হাজার ৬৪৫ ব্যক্তিকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে বিনামূল্যে সুন্নতে খৎনা সেবা দেন তাঁরা। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের পাশাপশি ছিল টার্কিশ ফুড মেলার আয়োজনও। মেলায় ছিল তুরস্কের বিখ্যাত টার্কিশ পিজ্জা, বার্গার, বিরিয়ানি, কফি, তাউক ধোনের, তাউক ইজগাড়া, তাথের, বাকলাভা, লুকোম, টার্কিশ ফুড প্যাকেজসহ মুখরোচক সব টার্কিশ খাবারের বাহারি সমাহার।