বিদেশ মাতিয়ে এবার দেশে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’
সাদাকালো নিউজ
কথা ছিল ২০২০ সালে দেশের হলগুলোতে মুক্তি পাবে সিনেমাটি। পরিকল্পনা অনুযায়ী শুটিং এবং তার পরবর্তী সব কাজ শেষও হয়েছিল। করোনা মহামারির কারণে বদলে যায় পরিকল্পনা। এরপর কেটে গেছে অনেকটা সময়। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। পেয়েছে প্রশংসা ও পুরস্কার। এটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকরা। সেই অপেক্ষা এবার ফুরাচ্ছে। দেশের দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি। আগামী মে অথবা এপ্রিলেই দেশের হলগুলোতে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’, নিশ্চিত করলেন সিনেমাটির নির্মাতা অমিতাভ রেজা।
‘আয়নাবাজি’ দিয়ে চলচ্চিত্র নির্মাণে আসেন দেশের বিজ্ঞাপনের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা। সেই সিনেমা দিয়ে বাজিমাত করেছেন তিনি। এরপর তিনি বানিয়েছেন ‘রিকশা গার্ল’। ছবিটির পরিচয় করিয়ে তিনি গণমাধ্যমে বলেছিলেন, ‘রিকশা গার্ল’ বাচ্চাদের সিনেমা। এ পর্যন্ত আমাদের ঝুলিতে যত পুরস্কার এসেছে, এর সবই প্রায় শিশু চলচ্চিত্র উৎসব থেকে। এর মধ্যে জার্মানির ‘স্লিঙ্গেল ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ব্রাসেলস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কার পেয়েছি। ছবিটি মূলত ১০ থেকে ২০ বছর বয়সিদের জন্য বানানো।’
বিভিন্ন দেশে ইংরেজি ভাষায় প্রদর্শিত হয়েছে ‘রিকশা গার্ল’। তবে বাংলাদেশে মাতৃভাষাতেই মুক্তি পাবে ছবিটি। নির্মাতা বলেন, ‘চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে সিনেমাটির ইংরেজি ভার্সন। আর দেশের জন্য তৈরি করেছি বাংলায়। এর মধ্যে সেটির কাজও শেষ করেছি।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এর চিত্রনাট্য করেছেন নাফিজ আমিন ও শর্বরী জোহরা আহমেদ। নায়িমা নামের এক কিশোরীকে ভাগ্যক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নিতে হয়। সেই গল্প উঠে এসেছে সিনেমায়। নায়িমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এ ছাড়া অভিনয়শিল্পী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকরা হলেনÑ জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস।
বিশ্বের প্রথম সারির সিনেমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হয়েটস’ অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৫০টির বেশি শহরে রয়েছে ‘হয়েটস’–এর শাখা। আর এই ‘হয়েটস’- এ মুক্তি পেয়েছে বাংলাদেশি পরিচালক অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’। অস্ট্রেলিয়াভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান এবং সিনেমাটির সহযোগী প্রযোজক বঙ্গজ ফিল্মসের প্রচেষ্টায় গেল বছরের ৮ জুন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাঙালি অধ্যুষিত শহরের প্রেক্ষাগৃহগুলোতে পর্যায়ক্রমে মুক্তি পায় ছবিটি।