বিতর্কমুক্ত ছাত্রলীগ গড়ার প্রত্যাশা নতুন নেতৃত্বের
সাদাকালো নিউজ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নতুন কমিটিকে ঘিরে এখন নানা প্রশ্ন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের এক অনুষ্ঠানে তার উপস্থিতিতে বিশৃঙ্খলা অবস্থা দেখে প্রশ্ন করেছিলেন, এটা কি ছাত্রলীগ? সেই প্রশ্ন এখন আরো বিস্তৃত। ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। নতুন নেতৃত্ব এসেছে। এখন কি বদলাবে ছাত্রলীগ?
নতুন নেতারা অবশ্য আশা করছেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা এবং বিতর্কমুক্ত ছাত্রলীগ উপহার দেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের কথা বলছেন। সে রকম একটি স্মার্ট সম্পর্ক শিক্ষার্থীদের সঙ্গে গড়ে তোলার চেষ্টা করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। আমরা সেগুলো এড়িয়ে উটের মতো বালির মধ্যে মুখ গুঁজে থাকব, সেটি হবে না। আমরা দায়িত্ব নিচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের স্বার্থে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নের স্বার্থে দায়বদ্ধ থাকব।
দায়িত্ব বিকেন্দ্রীকরণের কথা উল্লেখ করে সাদ্দাম বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী- এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উপযোগী দক্ষ মানুষ আমরা হতে চাই। ছাত্রলীগে অংশীদারিত্বমূলক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটি আমরা চাই। কেন্দ্রীয় নির্বাহী সংসদকে কার্যকর করার বিষয়টি নিয়ে আমরা কাজ করব।
ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আন্তরিক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেন নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয় সেটিই আমাদের প্রত্যাশা।
সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সাম্প্রতিক অতীতে করোনার কারণে ছাত্রলীগের কিছু ‘প্রেস কমিটি’ হয়েছে। সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক পরিস্থিতির স্বীকার হয়ে এমনটি করতে বাধ্য হয়েছেন। এখন এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতীতের সোনালি ইতিহাসে ফিরে যাবে। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিন প্রতি সপ্তাহে, প্রতি মাসে সারা দেশে সম্মেলনের উৎসব চলবে।