বিজয়ের সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান!
তানজিলা ফাহিম
দক্ষিণ ভারতের তারকাদের মধ্যে প্রথম সারির অভিনেতা থালাপতি বিজয়। সুপারহিট সিনেমা দিয়ে বেশ নাম কুড়িয়েছেন এই তারকা। ভারত এবং ভারতের বাইরে তাঁর সিনেমাকে ঘিরে থাকে আলাদা উম্মাদনা। অনেকে বলেন, তামিল সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম হচ্ছে থালাপতি বিজয়।
গত ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে এই সুপারস্টারের নতুন সিনেমা ‘বিস্ট’। সেখানেই শোনা গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’। বঙ্গবন্ধুর মুখ থেকে স্লোগানটি ছড়িয়ে যায় বীর বাঙালিদের মুখে মুখে। কিছুদিন আগে এটাকে দেশের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।
বিখ্যাত এই স্লোগান শোনা গেছে ভারতের এই তামিল সিনেমায়! ‘বিস্ট’ সিনেমায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন বিজয়। সিনেমার গল্পে দেখা যায়, একটি শপিং মল কব্জায় নেয় কয়েকজন মানুষ। ঘটনাক্রমে মলের ভেতরে থাকেন বিজয়। এরপর মলে আটকা পড়াদের কিভাবে নায়ক উদ্ধার করে সেই ঘটনায় উপস্থাপন করা হয়েছে সিনেমাটিতে।
সিনেমার একটি দৃশ্যে মাইক্রোফোনের মাধ্যমে বিজয় নিজেকে বাংলাদেশি বলে দাবি করেন। এমনকি বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করেন। শেষ পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগানটি উচ্চারণ করে লাইন কেটে দেন নায়ক।
তবে পরক্ষণেই বোঝা যায়, বিজয় আসলে জিম্মিকারীদের বিভ্রমে ফেলার জন্যই এমনটা করেছেন। আদতে তো তিনি ভারতেরই নাগরিক এবং সেখানকার স্পাই এজেন্ট।