সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
সাদাকালো নিউজ
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির পদযাত্রায় বাধা দিলে পুলিশের সঙ্গে দলটির কর্মী-সমর্থদের সংঘর্ষ হয়েছে।
এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পাল্টা হামলায় বিএনপির কর্মী-সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিপেক্ষ করে। গাড়ি ভাংচুর ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্স ল্যাবে এ ঘটনা ঘটে।
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষে পদযাত্রা শুর করে বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি জিগাতলার সীমান্ত স্কায়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মিছিল সাইল্যাব মোড়ে আসলে মিছিলে অংশ নেয়া কিছু কর্মী-সমর্থক সেখানে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান। এতে পুলিশের সঙ্গে প্রথমে তাদের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। তখন বিএনপির কর্মী-সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিপেক্ষ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এসময় টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় বিক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মী-সমর্থকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।